ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

লিট ফেস্টে আসছেন মনীষা কৈরালা ও নন্দিতা দাস 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৫, ৮ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৭:৪৮, ৯ নভেম্বর ২০১৮

‘ঢাকা লিট ফেস্ট’ এ আসছেন বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা ও নন্দিতা দাস। আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বাংলা একাডেমি প্রাঙ্গণে সাহিত্যের অন্যতম এ আসর। এই ফেস্টে দেশী এবং বিদেশী আরও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেবেন।     

উৎসবের সাহিত্য আলাপের সূত্র ধরে থাকছে বেশ কিছু সাংস্কৃতিক আয়োজন। এর উদ্বোধন হবে সকাল ৯টায় কত্থক নৃত্য দিয়ে। প্রথম দিনই (৮ নভেম্বর) কথা বলবেন নন্দিতা দাস। একাডেমির মিলনায়তনে বিকাল সোয়া ৪টায় দেখানো হবে তার নির্মিত চলচ্চিত্র ‘মান্টো’। এরপর ডিরেক্টর’স কাট পর্বে কথা বলবেন এই নন্দিত অভিনেত্রী-পরিচালক।

এদিন দুপুরে আরও একটি আলোচনায় অংশ নেবেন ‘রিকশাগার্ল’ উপন্যাসের লেখিকা মিতালি বোস পারকিনস। এ উপন্যাসের গল্প নিয়েই বাংলাদেশের অমিতাভ রেজা চৌধুরী নির্মাণ করছেন স্বনামের ছবি।

দ্বিতীয় দিন (৯ নভেম্বর) একই মঞ্চে বসবেন মনীষা কৈরালা ও নন্দিতা দাস। আয়োজক সূত্রে জানা গেছে, এ উৎসবে মনীষা নিজের জীবনের গল্প বলবেন। তার অভিনয় জার্নি ছাড়াও এই গল্পে তিনি তুলে ধরবেন ক্যানসারের সঙ্গে লড়াই করে বেঁচে থাকার এক মানবিক গল্প।

এসি  

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি